দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনে সাবেক গভর্নর ফরাসউদ্দীনের অপারগতার পর তার স্থলে রুহুল আমীনকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিগগিরই সংশোধিত তালিকা বিএসইসিতে জমা দেবে ডিএসই। রুহুল আমীন ‘দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ’-এর সাবেক সভাপতি।

গত রবিবার ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠানো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পাঠানো চিঠিতে ফরাসউদ্দীনের অপারগতার কথা জানানো হয়। এ প্রেক্ষাপটে ১১ ফেব্রুয়ারির মধ্যে ডিএসইকে স্বতন্ত্র পরিচালকের নতুন তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়। বিএসইসির নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রুহুল আমীনকে স্বতন্ত্র পরিচালকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তবে বাকি ১৩ জনের নাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ডিমিউচুয়ালাইজেশনপরবর্তী নতুন পরিচালনা পর্ষদের জন্য ১৪ ব্যক্তির তালিকা জমা দেয় ডিএসই।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)