জাবি সংবাদদাতা : পরিবেশ বিজ্ঞানে অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও বিশ্ব বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

জাবির এ অধ্যাপক আর্সেনিক, পানি দূষণ, পরিবেশ বিপর্যয় প্রভৃতি নিয়ে গবেষণায় নিয়োজিত আছেন। স্বর্ণপদক লাভ করায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন তাকে অভিনন্দন জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এএস/একে/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)