‘জামায়াতের জঙ্গিদের ভারতে আশ্রয় দুঃখজনক’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বাংলাদেশের জামায়াতের জঙ্গিরা ভারতের মাটিতে আশ্রয় নেবে এটা কাম্য নয়। এটা দুঃখজনক।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতের জঙ্গি ও সন্ত্রাসীদের ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় না দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ একই সঙ্গে তাদের গ্রেফতার করে বাংলাদেশে হস্তান্তর করার আহ্বান জানান তিনি।
সংসদে পয়েন্ট অব অর্ডারে মঙ্গলবার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিও অনুরোধ জানান তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে জঙ্গি-সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদের আশ্রয় না দিয়ে গ্রেফতার করে বাংলাদেশের কাছে তুলে দেওয়ারও দাবি জানান শেখ সেলিম।
প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে শেখ সেলিম বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট নেতা বিমান বসু অভিযোগ করেছেন বাংলাদেশের জামায়াতের সন্ত্রাসী জঙ্গিদের তৃণমূলের একজন সংসদ সদস্য পশ্চিমবঙ্গে আশ্রয় দিচ্ছেন। এ কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে বিমান বসু আশঙ্কা প্রকাশ করেছেন।’
পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে জানিয়ে শেখ সেলিম বলেন, ‘পশ্চিমবঙ্গের বশিরহাটের তৃণমূলের সংসদ সদস্য হাসান আহমেদ জামায়াতের পত্রিকা দৈনিক নয়া দিগন্তের কলকাতার প্রতিনিধি। সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানের সময় জামায়াতের জঙ্গিরা ভারত পালিয়ে গেলে তিনি তাদের আশ্রয় দিয়েছেন।’
শেখ সেলিম বলেন, ‘বাংলাদেশের জামায়াতের জঙ্গিরা ভারতের মাটিতে আশ্রয় নেবে এটা কাম্য নয়। এটা দুঃখজনক।’
মমতা বন্দ্যোপাধ্যয়ের উদ্দেশে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা সব স্থানেই সন্ত্রাসী। যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে তারা ওখানে করবে না এ গ্যারান্টি আপনাকে কে দিল?’
শেখ সেলিম বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফা সংগঠনকে শুধু আশ্রয় দেয়নি সীমান্তে অস্থায়ী ক্যাম্প করতে দিয়ে ভারতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরানোর চেষ্টার বিষয়ে সচেতন থাকতে হবে।’
আওয়ামী লীগের সিনিয়র এ সংসদ সদস্য ভারত সরকারকে আশ্বস্ত করে বলেন, ‘বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্থান দেওয়া হবে না। জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না।’
(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)