ঝিনাইদহ প্রতিনিধি : জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলার ২৬ জন, শৈলকুপার ১০ জন ও কোটচাঁদপুর উপজেলার চারজন রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা এবং ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা রয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/একে/এএল/ফেব্রুয়ারি ১১, ২০১৪)