দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেস লোকসভা থেকে দলটির ছয় এমপিকে বহিষ্কার করেছে। অন্ধ্র প্রদেশ থেকে নির্বাচিত ওই এমপিরা প্রদেশটি ভেঙ্গে তেলেঙ্গানা প্রদেশ সৃষ্টির বিরোধিতা ও সরকারের বিরুদ্ধে আস্থাহীনতার নোটিশ জারি করেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কংগ্রেসের কেন্দ্রীয় সিদ্ধান্তগ্রহণকারী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’র (এআইসিসি) মহাসচিব জনার্দন দিভেদি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত এমপিরা হলেন- সাব্বাম হারি, জিভি হার্শা কুমার, ভি অরুণ কুমার, এল রাজাগোপাল, আর সাম্বাসিভা ও এ সাই প্রতাপ।

বিজ্ঞপ্তিতে দিভেদি বলেন, ‘অন্ধ্র প্রদেশের ওই ছয় এমপিকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারে এআইসিসি’র শৃঙ্খলা বিষয়ক কমিটির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।’

প্রাদেশিক মন্ত্রিসভা অন্ধ্র প্রদেশকে ভেঙ্গে তেলেঙ্গানা নামে নতুন প্রদেশ সৃষ্টির প্রস্তাবটি চূড়ান্তভাবে পাশ করার কয়েকদিন পরই এ পদক্ষেপ গ্রহণ করা হল। একইসঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই তেলেঙ্গানা বিলটি লোকসভায় উত্থাপনেরও ইঙ্গিত দিয়েছে সরকার।

বিজেপি নেতা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি তেলেঙ্গানা প্রদেশ সৃষ্টির কঠোর বিরোধী। কংগ্রেসের এ পদক্ষেপ তাকেও সতর্কবার্তা প্রদান করল।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)