রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাদের উদ্ধার করা হয়।
তারা হলেন- নারায়ন চন্দ্র সরকার (৪৫) ও আশরাফুল ইসলাম।
নারায়ন চন্দ্র সরকারের ছোট ভাই রিপন চন্দ্র জানান, নারায়ন চন্দ্র থাকেন ডেমরার কোনাপাড়ায়। তিনি রূপগঞ্জ এলাকার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ।
অশরাফুল ইসলাম বলেন, ‘আমি নারায়নগঞ্জ কাঁচপুরে থাকি। সেখানে আমার একটি কসমেটিক্সের দোকান আছে। ২৩ হাজার টাকা নিয়ে গুলিস্তান আসি দোকানের কাজের জন্য। আমাকে এক ব্যক্তি পেঁপে খেতে দেয় তারপর আমার কিছু মনে নেই।’
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফকরুদ্দিন জানান, অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এএল/ফেব্রুয়ারি ১১, ২০১৪)