৪০ শতাংশ সিরীয় নাগরিকের সহায়তা প্রয়োজন : জাতিসংঘ
দিরিপোর্ট২৪ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভ্যালরি আমোস জানিয়েছেন, সিরিয়ার ৯৩ লাখ মানুষ, অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার শতকরা ৪০ শতাংশ মানুষের বাইরের সহায়তা প্রয়োজন। তিনি আরো বলেন, সিরিয়া সংকটের দ্রুত অবনতি ঘটছে। এর থেকে বের হয়ে আসারও উপায় নেই।
তিনি সিরিয়ায় মানবাধিকারকর্মীদের প্রবেশে অনুমতির ব্যাপারে দেশটির সরকার ও বিরোধীদের চাপ দেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।
সেপ্টেম্বরে সিরিয়ার সাহায্যপ্রার্থী মানুষের সংখ্যা ছিল ৬৮ লাখ। মাত্র দুই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লাখে।
এদিকে, জাতিসংঘের আরব লীগের দূত লাখদার ব্রাহিমি শান্তি সম্মেলন শুরু করার লক্ষ্যে রুশ ও মার্কিন কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করবেন।
জেনেভাতে ব্রাহিমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাকি সদস্য ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
যদিও সিরিয়া সরকার ও বিদ্রোহীরা আনুষ্ঠানিক আলোচনার ব্যাপারে একমত হতে পারেনি। বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছে। কিন্তু দামেস্ক বলছে, সরকার কোনো পূর্ব শর্তে রাজি নয়্।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১১ সালের মার্চে সিরিয়া সংকট শুরু হওয়ার পর ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছে। নিহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। সূত্র: বিবিসি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)