দ্য রিপোর্ট প্রতিবেদক : চিত্রনায়িকা পপি অভিনীত ‘চার অক্ষরে ভালবাসা’ চলচ্চিত্রের ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। জাকির খানের পরিচালনায় মার্চে শুরু হবে বাকি অংশের কাজ।

‘চার অক্ষরে ভালবাসা’ চলচ্চিত্রে পপি ছাড়া আরও রয়েছেন ফেরদৌস, নীরব, রাবিনা, বৃষ্টি, সুচরিতা, কাজী হায়াত, ববি, জ্যাকি, শিবা শানু, কাবুল প্রমুখ।

চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন জাকির খান। আর সংলাপ রচনা করেছেন কমল সরকার। মোল্লা সালাম প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আবদুস সালাম মোল্লা। চিত্রগ্রহণ করেছেন এসএম আজহার এবং সম্পাদনায় ঝিনুক রহমান।

কবির বকুল, জালাল মুন্না, রাসেলের কথায় চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, রাজু, কর্নিয়া, বেলীসহ পাওয়ার ভয়েজের বেশকিছু শিল্পী।

চলচ্চিত্রটি সম্পর্কে জাকির খান বলেন, ‘২০১৩ সালের এপ্রিলে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল। কক্সবাজার, হোতাপাড়া, সাভারে শুটিং করেছি। আগামী মাসে বাকি কাজ শেষ করব।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি সম্পাদনাও চলছে। এই চলচ্চিত্র ছাড়াও ‘রাঙা মন’ এর শুটিং চলছে। ‘মন চুরি’ চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। ‘মনের অজান্তে’ চলচ্চিত্রটি সেন্সরে জমা দেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/এএল/ফেব্রুয়ারি ১১, ২০১৪)