দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : হঠাৎ ইনজুরিতে পড়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ মাহেলা জয়াবর্ধনের। মঙ্গলবার অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পেয়েছেন সাবেক অধিনায়ক।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক এম কে ঘোষ মাহেলার ইনজুরির বিষয়ে দ্য রিপোর্টকে বলেছেন, ‘তার হাতে একাধিক সেলাই করা হয়েছে। সুস্থ হতে বেশকিছু দিন সময় লাগবে।’

ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে আসন্ন টোয়েন্টি-২০ সিরিজে খেলতে পারবেন না জয়াবর্ধনে। মঙ্গলবার সন্ধ্যার পর পরই অনুশীলনের সময় আঘাত পেয়েছেন তিনি। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে টোয়েন্টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/সিজি/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)