দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১৭৮৩ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৪০২ জন।

এ ১১৭ উপজেলায় চেয়ারম্যান পদে ২১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

চেয়ারম্যান পদে ৭৩৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৫৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এ সব উপজেলায় চেয়ারম্যান পদে ৫২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইসির সহকারী সচিব আশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ২৭ জানুয়ারি এ ১১৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)