চারঘাটে বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ৫
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর চারঘাটের সরদহ বাজারে হরতাল সমর্থকদের সঙ্গে দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম মোর্তুজা জানান, মঙ্গলবার রাতে উপজেলার সরদহ বাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত দুই পুলিশ সদস্যের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।
এদিকে, বিএনপি নেতা ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। মঙ্গলবার রাতে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির জরুরি এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সর্বাত্মক হরতাল পালন করা হবে।
অ্যাডভোকেট কামরুল মনির আরও বলেন, গত বছরের ২ ডিসেম্বর ১৮ দলের অবরোধ চলকালে চারঘাটে রেলে নাশকতা ও ২৬ নভেম্বর মোটরসাইকেলে অগ্নিসংযোগের আলাদা মামলার অন্যতম আসামি আবু সাঈদ চাঁদ। ওই দুই মামলায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন খারিজ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)