দ্য রিপোর্ট প্রতিবেদক : পেট্রোলের আগুনে দগ্ধ পুলিশ কনস্টেবল ইমাম উদ্দিন (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ৩টায় মারা গেছেন। জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপালন করতে গিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কোমলতলা প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শাহ আলম দ্য রিপোর্টকে ইমামউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল।

জানা গেছে, নির্বাচনী দায়িত্বপালন করতে ৪ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কোমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান ইমামউদ্দিন। সেখানে নির্বাচনবিরোধীরা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সন্ধ্যা সাড়ে ৭টায় দগ্ধ ইমামউদ্দিনকে ওই দিন রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমামউদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার এওজবালিয়া গ্রামে। তার পিতা মৃত আলী আকবর।

(দ্য রিপোর্ট/এসআর/টিএস/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)