রাজশাহী বার সমিতির ২৫ লাখ টাকা আত্মসাৎ
রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর বার সমিতির তহবিল থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় আদালতপাড়ায় বিরাজ করছে চাপা উত্তেজনা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আইনজীবীদের একটি অংশ বুধবার ২নং বার ভবনে প্রতিবাদ সভা ডেকেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বার সমিতির দুজন কর্মচারী গত কয়েক মাস ধরে বারের প্রতিদিনের আয়কৃত অর্থ ব্যাংকে জমা না করে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাৎ করে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে কার্যনির্বাহী কমিটি শুরু করে তদন্ত।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত ২২ লাখ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকাও উদ্ধার হবে।
সূত্র আরও জানায়, বারে গত কয়েকমাস আগে পিওন পদে নিয়োগ পাওয়া আল আমিন নামে এক কর্মচারী আত্মগোপন করেছে। ধারণা করা হচ্ছে, ওই কর্মচারী কারো ইন্ধনে এ ঘটনা ঘটিয়েছে। তবে তদন্ত সম্পন্ন না হলে প্রকৃত অপরাধী কে তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। তবে সচেতন সদস্যের নামে মঙ্গলবার বারে আইনজীবীদের টেবিলে টেবিলে চিরকুট আকৃতির লিফলেট বিলি করে ২২ লাখ টাকা উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আক্তার হৃদয় জানান, এ ঘটনার তদন্ত এবং টাকা উদ্ধারের প্রক্রিয়া চলছে।
অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, আত্মসাতের চেষ্টার এই ঘটনায় সাধারণ আইনজীবীরা তাদের আমানত নিয়ে উদ্বিগ্ন। আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তির দাবিতে বুধবার সভা আহ্বান করা হয়েছে।
রাজশাহী বার সমিতির সভাপতি মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার হওয়া টাকা বুধবার বিকেলে কার্যনির্বাহী কমিটির সভায় জমা হবে।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)