দ্য রিপোর্ট ডেস্ক : আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হওয়ার ঘটনায় বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সে দেশের সরকার।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়া এ দুর্ঘটনার জন্য দায়ী বলে জানা গেছে।

আলজেরিয়ার উয়ার্গলা শহর থেকে কনস্টান্টিনগামী হারকিউলিস সি-১৩০ বিমানটিতে যাত্রী ও ক্রুসহ মোট ৭৮ জন ছিল। বিমানটির অধিকাংশ যাত্রীই দেশটির সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবার-পরিজন।

দেশটির প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফালিকানিহতদের ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছেন।

বিমানটির একমাত্র বেঁচে যাওয়া যাত্রী একজন সৈনিক। তাকে কনস্টান্টিনের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন।

এদিকে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনাপ্রধান ও উপ-প্রতিরক্ষামন্ত্রী আহমেদ গাইদ সালাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেবন বলে জানা গেছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনার জন্য ঝড় ও ভারী তুষারপাতের ফলে সৃষ্ট খারাপ আবহাওয়াকে দায়ি করেছেন।

প্রাথমিকভাবে বার্তা সংস্থা এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে নিহতের সংখ্যা ১০৩ বললেও পরে তা সংশোধন করে।

২০০৩ সালে আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় ১০৩ জন যাত্রী নিহত হয়েছিল। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)