৪৩ প্রার্থীর আপিল আবেদন গৃহীত
দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৪৩ জন প্রার্থীর আপিল আবেদন গৃহীত হয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল বিভাগ ২০ জন চেয়ারম্যান প্রার্থী,২১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর আবেদন গ্রহণ করেছে।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ১১৭টি উপজেলার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন। আপিলকারীদের মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন ১৫ জন।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে ১৯ ফেব্রুয়ারি ৯৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
(দ্য রিপোর্ট/এমএস/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)