রাষ্ট্রপতি সাজেক ও নীলগিরি সফরে আসছেন বুধবার
খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধি : রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাঙামাটির সাজেক ও বান্দবানের নীলগিরি সফরে আসছেন আজ বুধবার। সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তিনি দুপুর ১২টা ২০ মিনিটে সাজেক অবতরণ করবেন। সেখান থেকে বিকেল ৩টায় নীলগিরি পর্যটনকেন্দ্রে পৌঁছবেন।
সামরিক বাহিনীর সূত্র জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি সাজেকে অবতরণ করবেন। সেখানে তিনি রুইলু কারবারিপাড়া পরিদর্শন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নির্মিত বিভিন্ন হস্তশিল্প, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। বিকাল ৩টায় তিনি বান্দরবানের উদ্দেশে সাজেক ত্যাগ করবেন।
বান্দরবান জেলা প্রশাসনের ডেপুটি নেজারত শামীম হাসান জানান, রাষ্ট্রপতি বুধবার হেলিকপ্টারে নীলগিরি পৌঁছবেন। সেখানেই রাষ্ট্রপতির অবকাশযাপনের কথা রয়েছে। বৃহস্পতিবার নীলগিরি থেকে হেলিকপ্টারযোগে বান্দরবান ত্যাগ করবেন। তবে সফরসূচি পরিবর্তন হতে পারে।
প্রশাসন ও সেনা রিজিয়ন সূত্র জানায়, সমুদ্রপৃষ্ট হতে প্রায় আড়াই হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগিরি পর্যটনকেন্দ্র ভ্রমণে আসছেন রাষ্ট্রপতি। তার আগমন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এইচএসপি-এএস/ইইউ/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)