দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

এ মামলায় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষকেই তাদের আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে গত ২৯ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়।

আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আপিল আাবেদনে মোট ১ হাজার ৩২৩ পৃষ্ঠার নথিপত্রের ডকুমেন্টসহ দাখিল করা হয়েছে।

গত ১ অক্টোবর মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

সর্বমোট ১৭২ পৃষ্ঠার প্রণীত রায়ে তাকে এ শাস্তি দেয়া হয়।

তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনীত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আর বাকি ১৪টি প্রমাণিত হয়নি।

প্রমাণিত অভিযোগগুলো হলো- ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৭, ১৮ নাম্বার। এর মধ্যে ৩, ৫, ৬ এবং ৮ নাম্বার অভিযোগে তাকে ফাঁসি দেয়া হয়েছে। আর ২, ৪, ৭ নাম্বার অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ১৭ এবং ১৮ নাম্বার অভিযোগে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)