সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বুধবার ভোরে বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে মো. চান্দু মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবক বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বদিরুদ্দিনের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল হামিদ দ্য রিপোর্টকে বলেন, বুড়িমারী সীমান্তের ৮৪৩ নাম্বার মেইন পিলারের ১-এফ সাব-পিলারের নিকট বাংলাদেশি যুবককে অবৈধভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ সদস্যরা। এ সময় ভারতের চ্যাংড়াবান্দা ১০৪ বিএসএফের টহলরত দল তাকে ধাওয়া করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তার শরীরে ৪-৫টি স্প্লিন্টার বিদ্ধ হয়।
(দ্য রিপোর্ট/টিএইচ/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)