দ্য রিপোর্ট প্রতিবেদক : শেষ হলো ‘ডাকাতের ভাইপো’ নাটকের শুটিং। এটির গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন মোশাররফ হোসেন লিটন।

নাটকের গল্পে দেখা যায়, মীর সাব্বির ডাকাতের ভাইপো সেজে চাচার সন্ধানে এক গ্রামে আসে। গ্রামের এক অবস্থাসপন্ন পরিবারে আশ্রয় নেন তিনি। সেখানে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। ঘটনার সঙ্গে জড়িয়ে যায় খান সাহেবের ভাতিজি টিনি ও আরো অনেকে। গ্রামকে এক বিপদের হাত থেকে বাঁচান ডাকাতের ভাইপোরূপী ডিবি অফিসার মীর সাব্বির।

মীর সাব্বিরসহ নাটকটিতে অভিনয় করেছেন- ভাবনা, ফারুক আহমেদ, আ খ ম হাসান, আকাশ রঞ্জন, আমিনুল হক আমিনসহ আরও অনেকে।

নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ। গ্রামের একটি পরিবারকে কেন্দ্র করে গোটা একটি গ্রামের রূপ, বৈচিত্র্য ও সঙ্কটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিগগির এটি একটি চ্যানেলে প্রচার হবে।’

(দ্য রিপোর্ট/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)