নিউ জার্সিতে শপিংমলে গোলাগুলি
দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রর নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। পারামুস এলাকায় গার্ডেন স্টেট প্লাজা শপিংমলে এ গোলাগুলির ঘটনা ঘটে।
সোমবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে শপিংমল বন্ধের কিছুক্ষণ আগে একজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এ হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে বলে সিএনএনের প্রতিবেদনে জানা গেছে।
টেলিভিশনের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শপিংমলের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েত রয়েছে।
শপিংমলের দ্বিতীয় তলায় নর্ডস্ট্রম’স ডিপার্টমেন্টাল স্টোরে প্রথমে গোলাগুলি শুরু হয় বলে সেখানকার এক কর্মী জানিয়েছেন। শপিংমলের আরেক কর্মী জানান, তিনি এক ঝলকের জন্য ওই বন্দুকধারীকে দেখেছেন। তার পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
ওই বন্দুকধারী এখনো শপিংমলের ভেতরে রয়েছে বলে ধারণা করছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বন্দুকধারীর খোঁজে পুলিশ শপিংমলের প্রত্যেকটি দোকানে তল্লাশি চালাচ্ছে। সূত্র: জিনিউজ।
(দিরিপোর্ট২৪/ কেএন/ নভেম্বর ০৫, ২০১৩)