দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা আমার নির্দেশ অমান্য করে ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছেন, এমপি-মন্ত্রী হয়েছেন, এখনও সময় আছে আপনারা জাতীয় পার্টিতে ফিরে আসুন। নইলে আপনারা আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

গুলশানের ইমানুল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির এক বর্ধিত সভায় বুধবার দুপুর ১২টার দিকে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

সভায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এরশাদের উদ্দেশে বলেন, আপনার হৃদয় সাগরের মতো বিশাল। আপনার বিশাল হৃদয় ওই বেইমানদের ক্ষমা করতে পারে, কিন্তু জাতীয় পার্টির শত শত নেতাকর্মী তাদের ক্ষমা করবে না। তারা বেইমান।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় পার্টির এ বর্ধিত সভায় ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়া নেতাদের মধ্যে সরকারে থাকা এমপি ও মন্ত্রীরা অংশ নেননি।

(দ্য রিপোর্ট/এসএ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)