চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ অভিযান মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় মামলা রয়েছে। এ ছাড়া সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
তাদের বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমআরআর/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)