চেলসির হোঁচট
দ্য রিপোর্ট ডেস্ক : অবনমনের ঝুঁকিতে থাকা ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। অবশ্য আর্সেনাল রাতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে। আর্সেনাল-ইউনাইটেড ম্যাচ শুরু হবে রাত পৌনে ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ৪।
অ্যালবিয়নের ভিক্টর অ্যানিচেবে ৮৭ মিনিটে সমতাসূচক গোলটি করেছেন। চেলসি ব্রানিসলাভ ইভানোভিচের গোলে এগিয়ে গিয়েছিল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এই ম্যাচে চেলসি জয় পেলে এগিয়ে যেতে পারত শিরোপা দৌড়ে। কিন্তু আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি এখনও মূল চ্যালেঞ্জ হয়ে রয়েছে তাদের।
চেলসি এখন পর্যন্ত ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট অর্জন করেছে। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট পেছনে আর্সেনাল। সিটি আর্সেনালের সমান ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট পেয়েছে। ইতিহাদে সিটি মুখোমুখি হবে সান্দারল্যান্ডের। সব মিলিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে চেলসি।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)