হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। শহরের জেকে অ্যান্ড এইচকে হাই স্কুলে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ৯৪৭ জন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- মো. শাহজাহান মিয়া ও মশাহিদ আহমেদ খান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যকরী কমিটির মোট ২০টি পদে বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী। এদের মধ্যে সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন- শহীদ উদ্দিন চৌধুরী (দোয়াত-কলম), মো. সালেক মিয়া (দেয়াল ঘড়ি) ও মো. তৌফিক মিয়া (চেয়ার)। সহ-সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- মো. শফিক মিয়া (তলোয়ার), মো. রমজান মিয়া (পতাকা) ও কাজী মলাই মিয়া (খেজুরগাছ)।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. সজিব আলী (আনারস) ও শাহ আব্দুল আজিজ (আম)। যুগ্ম-সম্পাদকের একটি পদে রয়েছেন মো. আব্দুল হাফিজ (হারিকেন) মো. ইয়াওর মিয়া (তালা-চাবি) ও আজিজুর রহমান (মই)। সহ-সম্পাদকের দুটি পদে মো. দিয়ারিছ মিয়া (মোমবাতি) ও মো. গাজীউর রহমান (টেবিল)। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. সাইদুর রহমান (রিকশা) ও মো. মোজাম্মিল মিয়া (বাইসাইকেল)। প্রচার সম্পাদকের একটি পদে মো. জুয়েল মিয়া (বাস) ও মো. আলী হোসেন (মাইক্রোবাস)। কোষাধ্যক্ষের একটি পদে লড়ছেন তিনজন। তারা হলেন- মো. মলাই মিয়া (টেলিফোন), মো. সাহেদ মিয়া (গোলাপ ফুল) ও মো. সেলিম আহম্মদ (উড়োজাহাজ)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন মো. সেলিম মিয়া (ফুটবল) ও শাহেব আলী (ব্যাট)। শ্রমকল্যাণ সম্পাদক পদে মো. শাহজাহান মিয়া (হাতুড়ি) ও মো. বেলাল মিয়া (গরুর গাড়ি)।

এ ছাড়াও ৯টি সদস্য পদে লড়ছেন ২৪ জন প্রার্থী। তারা হলেন- মো. আরজান আলী (কবুতর), মো. আফছর আলী (ডাব), আফরাজুল হক চৌধুরী (হাঁস), আহাম্মদ চৌধুরী ছায়েদ (ছড়ি), মো. আব্দুল ওয়াহিদ (মাছ), মো. কিছমত আলী (মোরগ), মো. ফুল মিয়া (হরিণ), মো. কাজল মিয়া (ময়ূর), মো. আবিদুর রহমান (ঘোড়া), মো. গোলাপ মিয়া (টিউবওয়েল), মো. আব্দুল আউয়াল (বেলছা), মো. ফারুক মিয়া (টায়ার), মো. মোতালিব মিয়া (জগ), মো. মর্তুজ আলী (হাতপাখা) মো. জামাল মিয়া (কুলা), মো. লেচু মিয়া (প্রজাপতি), মো. রেজাউল হাই চৌধুরী (হাতি), মো. রতন বর্মণ (বালতি), মো. শাহজাহান মিয়া (একতারা), মো. শাহিনুর আলম রনি (বক), মো. শাহিনুর মিয়া (সূর্য), মো. আব্দুল হাই (কলস), মো. সিরাজ মিয়া (গাভী) ও মো. আব্দুস সালাম (চাঁদতারা)।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবিদুর রহমান দ্য রিপোর্টকে বলেন ‘শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে।’

(দ্য রিপোর্ট/এফসি/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)