শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১০
দিরিপোর্ট২৪ ডেস্ক : শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে এখবর জানিয়েছে।
রাষ্ট্র মালিকানাধীন বাসটি সোমবার রাতে পর্বতসঙ্কুল রাস্তা দিয়ে বানদিরাওয়েলা শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০৫ ফুট খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বিবৃতিতে পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ। আহতদের মধ্যে বাস চালক ও তার সহকারীও রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, রাস্তাঘাটের বেহাল দশা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে শ্রীলঙ্কায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্র: এপি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)