২ কোটি ৮০ লাখ রূপিতে কলকাতায় সাকিব
কলকাতা প্রতিনিধি ও দ্য রিপোর্ট ডেস্ক : ২ কোটি ৮০ লাখ রূপি খরচ করে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে (সাড়ে ৩ কোটি টাকা) রেখে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। বুধবার ও বৃহস্পতিবার চলবে ক্রিকেটার বেচা-কেনা। তবে বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল কোনো দলে যেতে পারেননি।
এদিকে ১৪ কোটি রূপিতে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিংকে দলভুক্ত করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সাকিবের বেস প্রাইস ছিল ১ কোটি রূপি। মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ার ডেভিলসের নাকের ডগা দিয়ে সাকিবকে রেখে দিয়েছে কলকাতা।
বিরাট কোহলির ইচ্ছে ছিল যুবরাজ তার দলে আসবে। কোহলির মনোবাসনা পূরণ হয়েছে। এদিকে ইংল্যান্ড দলে সমপর্কের টানপোড়েনের জন্য খেলতে পারছেন না কেভিন পিটারসেন। নিজে থেকেই অনেকটা সরে দাঁড়িয়েছেন। সেই পিটারসেন দিল্লি ডেয়ারডেভিলসে থেকে গেছেন। দিল্লিকে ৯ কোটি রূপি খরচ করতে হবে এজন্য।
চলতি বছরে সপ্তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর বসবে। ৫১২ জন দেশি-বিদেশি ক্রিকেটারকে নিলামে রাখা হয়েছে। সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আসরেও খেলেছেন। শুধু তাই নয়, নিয়মিত পারফরমার তিনি। ফলে কলকাতা আস্থা রেখেছে তার ওপর।
দিনেশ কার্তিককে ১২ কোটি ৫০ লাখ রূপিতে কিনেছে দিল্লি ডেয়ার ডেভিলস। কিংবদন্তি পনার মুত্তিয়া মুরালিধরন ব্যাঙ্গালুরুতেই থাকছেন।
(ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সপ্তম আসর, নিলাম পর্ব)
১. নিউজিল্যান্ডের অল রাউন্ডার কোরি অ্যান্ডারসনকে ৪.৫০ রূপি দিয়ে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স৷
২. নিউজিল্যান্ডের অফ-পনার ন্যাথান ম্যাককালাম, শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, মুত্তিয়া মুরালিধরন এবং দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেন আনসোল্ড৷
৩. স্পিনার রাহুল শর্মাকে ১.৯০ কোটি রূপি দিয়ে কিনেছে ডেয়ার ডেভিলস৷
৪. পীযূষ চাওলাকে ৪.২৫ কোটি রূপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স৷
৫. দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেলকে ২.৮০ কোটি রূপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স৷
৬. পেসার বিনয় কুমারকে ২.৮০ কোটি রূপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স৷
৭. ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপলকে ৯০ লাখ রূপি দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স৷
৮. বাংলার পেসার মোহম্মদ সামিকে নিতে ব্যর্থ কেকেআর৷ তাকে ৪.২৫ কোটি রূপি দিয়ে কিনে নিয়েছে ডেয়ার ডেভিলস৷
৯. অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে ৫ কোটি রূপি দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স৷
১০. ভুবনেশ্বর কুমারকে ৪.২৫ কোটি রূপি দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ৷
১১. ইশান্ত শর্মাকে ২.৬০ কোটি রূপি দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ৷
১২. বাংলাদেশের সাকিব আল হাসানকে ২.৮০ কোটি রূপি দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স৷
১৩. বাংলার পেসার অশোক দিন্দাকে ১.৫০ কোটি রূপি দিয়ে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স৷
১৪. অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড এবং ইংল্যান্ডের কিসওয়েটার অবিক্রিত থাকলেন৷
১৫. পার্থিব প্যাটেলকে ১.৪০ কোটি রূপি দিয়ে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স৷
১৬. ঋদ্ধিমান সাহাকে ২.২০ কোটি রূপি দিয়ে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব৷
১৭. দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি কক-কে ৩.৫০ কোটি রূপি দিয়ে কিনেছে ডেয়ার ডেভিলস৷
১৮. উইকেটরক্ষক নমন ওঝা অবিক্রিত৷
১৯. ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথকে ৪.৫০ কোটি রূপি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস৷
২০. বাংলার মনোজ তিওয়ারি ২.৮০ কোটি রূপি দিয়ে কিনেছে দিল্লি ডেয়ার ডেভিলস৷
২১. অস্ট্রেলিয়ার শন মার্শকে ২.২ কোটি রূপি দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব৷
২২. অস্ট্রেলিয়ার ব্রাড হজকে ২.৪০ কোটি রূপি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস৷
২৩. রবিন উত্থাপ্পাকে ৫ কোটি রূপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স৷
২৪. দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনিকে ২.২০ কোটি রূপি দিয়ে কিনেছে ডেয়ার ডেভিলস৷
২৫. চেতেশ্বর পূজারাকে ১.৯০ কোটি রূপি দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব৷
২৬. অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে ৪ কোটি রূপি দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ৷
২৭. নিউজিল্যান্ডের রস টেলর অবিক্রিত৷
২৮. জহির খানকে ২.৬ কোটি রূপি দিয়ে কিনেছে ইন্ডিয়ান্স৷
২৯. লেগ স্পিপনার অমিত মিশ্রকে ৪.৭৫ কোটি রূপি দিয়ে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ৷
৩০. অস্ট্রেলিয়ার মাইকেল হাসিকে ৫ কোটি রূপি দিয়ে কিনেছে ইন্ডিয়ান্স৷
৩১. নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ধরে রাখল না নাইট রাইডার্স৷ তাকে ৩.২৫ কোটি রূপি দিয়ে কিনে নিল চেন্নাই সুপার কিংস৷
৩২. উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে ১২.৫০ কোটি রূপি দিয়ে কিনেছে ডেয়ার ডেভিলস৷
৩৩. দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে ৪.৭৫ কোটি রূপি দিয়ে নিজেদের দলেই রেখে দিয়েছে সফল চেন্নাই সুপার কিংস৷
৩৪. ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকে ৩.৫০ কোটি রূপি দিয়ে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ৷
৩৫. অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকে ৩.২৫ কোটি রূপি দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব৷
৩৬. অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স৷ তাকে ৬.৫ কোটি রূপি দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব৷
৩৭. অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবছর খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে৷ তাকে ৫.৫০ কোটি রূপি দিয়ে কিনেছে সাইনরাইজার্স৷
৩৮. বিরেন্দর সেওয়াগকে ৩.২০ কোটি রূপি দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব৷
৩৯. দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকে নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস বিজ করার পর ৫.৫ কোটি রূপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স৷
৪০. যুবরাজ সিং-কে ১৪ কোটি রূপি দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স৷
৪১. শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে এখনও অবিক্রিত৷
৪২. ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে ৯ কোটি রূপি দিয়ে কিনেছে ডেয়ার ডেভিলস।
৪৩. মুরালি বিজয়কে ৫ কোটি রূপি দিয়ে কিনেছে ডেয়ার ডেভিলস।
(দ্য রিপোর্ট/এসসি/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)