বয়স ৮৫৫ বছর!
দ্য রিপোর্ট ডেস্ক : শিরোনাম দেখে চমকে উঠবেন না। ১১ ভাইবোনের বয়স যোগ করে হয়েছে ৮৫৫ বছর। এ পরিবারটি পেয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক পরিবারের তকমা।
ব্রিটেনের মিডলেসব্রুকের বাসিন্দা ওই ১১ ভাইবোনের সবচেয়ে বড়জনের বয়স ৮৯ বছর আর সবচেয়ে ছোটজনের বয়স ৬৮ বছর।
গিনেচের বিশ্ব রেকর্ড কমিটি জানিয়েছে, একই মা-বাবার সন্তানের বয়সের সমষ্টিতে বিশ্বে সবচেয়ে বেশি ব্রুডনেল পরিবারের ভাইবোনদের বয়স।
ব্রুডনেল পরিবারের পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবচেয়ে ছোট রবার্ট। তার বয়স ৬৮ বছর। তার অন্য ভাইবোনরা হলেন- জন (৬৯), জেন (৭১), ম্যারিয়ন (৭৪), জেমস (৭৬), ভিনসেন্ট (৭৮), মে (৭৯), ম্যারি (৮০), উইনিফ্রেড (৮৩), উইলিয়াম (৮৮) ও বের্নাডেট (৮৯)। তাদের আরো দুইভাই মারা গেছেন। তাদের একজন ১৫ মাস বয়সে মারা যায়। অন্যজনের মৃত্যু হয় ৭০ বছর বয়সে।
ব্রুডনেল পরিবারের ভাইবোনদের মধ্যে এখনো ছোটবেলার মতো ঘনিষ্ঠতা আছে বলে জানান জেন।
তাদের মা ১৯৯১ সালে ৮৯ বছর বয়সে মা যান। তাদের বাবা ১৯৭৫ সালে ৭২ বছর বয়সে মারা যান। (সূত্র : পিটিআই)
(দ্য রিপোর্ট/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)