ফরিদপুর সংবাদদাতা : জেলার নগরকান্দায় বুধবার সকাল ৯টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা মোজাহার মাতুব্বর নিহত হয়েছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবছার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত মোজাহারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, নগরকান্দার আটাইল গ্রামে ফারুক মাতুব্বরের সঙ্গে তার আপন ভাই আজিম এবং বাবলুর মধ্যে সকালে জমি নিয়ে ঝগড়া বাধে। প্রথমে কথাকাটাকাটি ও একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষ থামাতে চাচা মোজাহার মাতুব্বর হস্তক্ষেপ করলে ভাতিজাদের লাঠির আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর থেকে নিহত মোজাহারের ভাতিজারা পলাতক রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)