‘৩০ মার্চের মধ্যে জিএসপির সকল শর্ত পূরণ হবে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ৩০ মার্চের মধ্যে জিএসপি’র সকল শর্ত পূরণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে বুধবার জিএসপি সুবিধা ফিরে পেতে ‘অবশিষ্ট তিন শর্ত পূরণ’ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, পররাষ্ট্র সচিব শহিদুল হক, শ্রম সচিব মিকাইল শিপার এবং বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা উপস্থিত ছিলেন।
‘তবে সব শর্ত পূরণের পরও যদি রাজনৈতিক ইস্যুকে টেনে আনা হয়, তাহলে জিএসপির সুবিধা পাওয়া না-ও যেতে পারে’ বলে বাণিজ্যমন্ত্রী আশঙ্কা ব্যক্ত করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। নির্বাচন নিয়ে তাদের আলাদা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সংবিধান রক্ষায় আমরা নির্বাচন করতে বাধ্য হয়েছি। কিন্তু নানা অজুহাত দেখিয়ে বিএনপি নির্বাচনে আসেনি।’
তিনি বলেন, ‘এ একটি দলের (বিএনপি) জন্য নির্বাচন বন্ধ থাকলে প্রতিবারই কোনো না কোনো দল অজুহাত দেখিয়ে নির্বাচনে আসবে না।’
প্রসঙ্গক্রমে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন না করে ভুল করি নাই– এ বক্তব্যের মধ্য দিয়েই ১৯ দলের নেত্রী বেগম জিয়া ভুল স্বীকার করে নিয়েছেন।’
জিএসপি সুবিধা ফিরে পেতে অবশিষ্ট তিন শর্ত পূরণের বিষয়ে তোফায়েল বলেন, ‘জিএসপি সুবিধা পাওয়ার অংশ হিসেবে ২০০ ইন্সপেক্টর নিয়োগ, ডাটাবেজ তৈরি, ইপিজেড-এ ট্রেড ইউনিয়ন চালু, ১৯ কারখানার বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি ৩০ মার্চের মধ্যে করা হবে।’
ইপিজেড-এ ট্রেড ইউনিয়ন চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে ইপিজেডগুলোতে শ্রমিক কল্যাণ কমিটি রয়েছে। এর সঙ্গে শ্রম আইনের সমন্বয় করা হবে।’
(দ্য রিপোর্ট/এসআর/একে/জেএম/ফেব্রুয়ারি ১২, ২০১৪)