সিলেট অফিস : সিলেট-জকিগঞ্জ সড়কের পাঁচমাইল পূর্ব শ্রীরামপুর এলাকায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দ্রুতগামী ট্রাকটি একটি সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হুমায়ুন কবির (৪২), তার স্ত্রী সালমা বেগম (৩০), ছেলে রায়হান (১২) ও মা লাল বানু (৬৫)। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি চালক লায়েস আহমেদ আহত হয়েছেন।

হুমায়ুন কবির গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রামের বাসিন্দা। তার চাচাতো ভাই শামীম আহমেদ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মেট্রোপলিটনের মোগালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন দ্য রিপোর্টকে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৯৮১) গোলাপগঞ্জ যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে ট্রাকটি ইলানপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে (সিলেট-থ-১১-৭৮৩৭) ধাক্কা দেয়। এ সময় হুমায়ুন কবির ঘটনাস্থলেই মারা যান। অন্যরা হাসপাতালে নেবার পর মারা যান। এতে সিএনজির চালক লায়েস আহমেদও আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমজেসি/ইইউ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)