সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-দলুয়া সড়কের টিকারামপুরে বুধবার দুপুরে ইঞ্জিনভ্যানের ধাক্কায় মোশারফ হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার চোমরখালী গ্রামের আবু মুছার ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, মোশারফ হোসেন বাইসাইকেলে দলুয়া যাওয়ার পথে পিছন দিক থেকে একটি কাঠবোঝাই ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)