দ্য রিপোর্ট ডেস্ক : শক্তিশালী ঝড়ের কারণে যুক্তরাজ্যের অনেক এলাকা আবারও বন্যার কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ লরা গিলক্রিস্ট বিবিসিকে জানিয়েছেন, দেশটির ওপর দিয়ে বুধবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শীতকালের বয়ে যাওয়া ঝড়ের মধ্যে এই ঝড়ই সব থেকে শক্তিশালী হবে বলে আশঙ্কা করেন ‍তিনি।

বুধবার ধেয়ে আসা ঝড়ের হাত থেকে রক্ষা পেতে জরুরি সতর্কতা নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

বন্যা মোকাবেলায় করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন মন্ত্রিসভার নতুন কমিটির সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবেন। ইন্সুরেন্স কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িগুলো দ্রুত মেরামতের কাজ শুরু করার ‍নির্দেশ দিয়েছেন তিনি।

গত দুই মাস ধরে চলা বন্যায় দেশটির প্রায় ছয় হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)