ঢাবি উপাচার্যের সঙ্গে ওয়ার্ল্ডভিশনের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জান দে ওয়াল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত বাজেট অ্যান্ড পলিসি সেন্টার এবং ওয়ার্ল্ডভিশনের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া তারা উভয় প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রম সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)