দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভান্ডারিয়া গেঞ্জি কারখানায় গোকুলী বেগম (২১) নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছে।

শমির কমিশনার বাড়ির ৫ম তলায় ভান্ডারিয়া গেঞ্জি কারখানায় বুধবার সাড়ে ১১টার দিকে সে আত্মহত্যা করে।

কারখানার শ্রমিক সাজু ও রাজু জানায়, গোকুলী থাকতেন সবুজবাগের মান্দায়। তার এক শিশু সন্তান রয়েছে। এ কারখানায় দুই সপ্তাহে আগে কাজ নেয় সে। কিন্তু তাকে প্রায়ই হতাশ দেখা যেতো। একা একা বসে কাঁদত। গোকুলী কারখানার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গোকুলীকে উদ্ধার করে বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোকুলীর ছোট বোন সনিয়া জানায়, তার বাবার নাম মকবুল হোসেন। বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। স্বামী আসলামের সঙ্গে তার কলহ চলছিল। এর জের ধরেই তার বোন আত্মহত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই মনির দ্য রিপোর্টকে জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/ইইউ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)