কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে। আটকদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/জেআই/ইইউ/জেএম/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)