‘এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে সর্বদলীয় সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।
সচিবালয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়া সবাই পদত্যাগ করবেন। সবাই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। আমি আমার পদত্যাগপত্র লিখে রেখেছি।
যোগাযোগমন্ত্রী বলেন, পদত্যাগপত্র জমা দেওয়া সদস্যদের মধ্যে যারা সর্বদলীয় সরকারে অধীনে থাকবেন তাদের আর নতুন করে শপথ নিতে হবে না।
তিনি আরো বলেন, যারা থাকবেন না তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে চলে যাবে। অন্যান্য দল থেকে নতুনভাবে যারা আসবেন তারা শপথ নেবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরো বলেন, সর্বদলীয় সরকার গঠনের জন্য বর্তমান মন্ত্রিসভা ভেঙ্গে দেওয়া হচ্ছে তা নয়, এটা হচ্ছে পুনর্গঠন। আশা করি বিএনপিও এ সরকারে আসবে। প্রধান বিরোধী দলকে প্রতিপক্ষ বিবেচনা করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
সাক্ষাতে প্রকাশকরা ৩০ হাজার সৃজনশীল বইয়ের তালিকা নিয়ে ‘বাংলাদেশ সৃজনশীল বই ২০১৩’ নামের একটি গ্রন্থ যোগাযোগমন্ত্রীর হাতে তুলে দেন। এছাড়া প্রকাশকরা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোতে একটি করে লাইব্রেরি গড়ে তোলার অনুরোধ জানান।
মন্ত্রী তাদের প্রস্তাবে বলেন, এ বিষয়ে উদ্যোগ নিতে একজন যুগ্ম-সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও লাইব্রেরি থাকলে তা কার্যকর করা ও নতুন লাইব্রেরি কোথায় গড়ে তোলা যায় তা খতিয়ে দেখবেন।
ওবায়দুল কাদের বলেন, বই হচ্ছে জীবনের পাল তোলা নৌকা। আমার তিনটি প্রিয় জিনিসের মধ্যে বই অন্যতম। বই, ফুল ও সঙ্গীত আমার প্রিয়।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি, নির্বাহী পরিচালক মৃণাল কান্তি নাথ, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অবসর প্রকাশনের আলমগীর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
(দিরিপোর্ট২৪/আরএমএম/এমএইচ/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)