সুখী দাম্পত্য জীবনের রহস্য উন্মোচন!
দ্য রিপোর্ট ডেস্ক : কথায় আছে বিয়ে নাকি দিল্লিকা লাড্ডু। খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। তাই অনেকে এই দিল্লিকা লাড্ডু খেয়েই পস্তানোর সিদ্ধান্ত নেন।
তবে দিল্লিকা লাড্ডু খেয়ে পস্তানো নয় বরং সুখী দাম্পত্য জীবন কাটানোর উপায় বাতলে দিয়েছেন একদল গবেষক।
ভাবছেন, নিশ্চয় খুবই কঠিন কঠিন সব উপায়। না, সুখী দাম্পত্য জীবন কাটানোর খুবই সহজ একটি উপায় বাতলে দিয়েছেন গবেষকরা। তা হলো, সঙ্গীকে সপ্তাহে অন্তত ১০ বার ‘আই লাভ ইউ’ বলা আর মাসে অন্তত তিনবার বাইরে ঘুরতে যাওয়া।
এক হাজার জন বিবাহিত মার্কিনির ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে বিজ্ঞানীরা। ওয়ানপোল ডটকম এ গবেষণা করেছে।
চলতি বছর জানুয়ারির ৩০ তারিখ থেকে ফেব্রুয়ারির ৯ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে এ জরিপ চালানো হয়।
গবেষণা থেকে কিছু মজার মজার তথ্য তুলে এনেছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, সুখী দাম্পত্য জীবনের কিছু গোপন রহস্য হলো একে অন্যের দোষগুলো গ্রহণ করা, বিশ্বাস আর ভুল স্বীকার করার ক্ষমতা।
এই তালিকায় আরও আছে একে অপরকে সময় দেওয়া, ভালোমন্দ সব সময়ই বন্ধু থাকা, একসঙ্গে মজা করাও।
ওয়ানপোল ডটকমের একজন মুখপাত্র জানান, ‘বিয়ে তো সবাই করতে পারেন। তবে বিয়েকে নিখুঁত করতে হলে প্রয়োজন প্রতিশ্রুতি ও প্রচেষ্টার।’
গবেষণায় দেখা গেছে, শতকরা ৯২ শতাংশ মার্কিনি নিজেদের সুখী দম্পতি মনে করেন। তবে যারা নিজেদের বিবাহিত জীবনে সুখী মনে করেন না তাদের মধ্যে ১৭ শতাংশ মনে করেন এজন্য অর্থনৈতিক সংকট দায়ী। বাকিরা সঙ্গীর সঙ্গে সময় না দেওয়াকে দায়ী করেছেন। সূত্র: ডেইলি মেইল।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)