বেনাপোলে ২ হাজার কেজি ইলিশ আটক
বেনাপোল সংবাদদাতা : ভারতে পাচারকালে বুধবার ভোরে বেনাপোলের গাতিপাড়া সীমান্তে ২ হাজার কেজি (২ টন) ইলিশ মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা ২২ রাউন্ড গুলি করে।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্টকে জানান, বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি’র একটি টহল দল গাতিপাড়া সীমান্তে অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা বিজিবি’র ওপর হামলা চালায়। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ২২ রাউন্ড গুলি করে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি।
পরে ঘটনাস্থল থেকে চোরাচালানিদের ফেলে যাওয়া ২ হাজার কেজি ইলিশ মাছ উদ্ধার করে বিজিবি। আটক ইলিশ বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/জেএম/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)