‘সাগর-রুনি খুনের তদন্তে পুলিশের গাফিলতি নেই’
চাঁদপুর প্রতিনিধি : ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা অনেক পুরনো, এ ঘটনা তদন্তে পুলিশের কোনো গাফলতি নেই’ বলে মন্তব্য করেছেন অতিরিক্ত মহা-পুলিশ পরির্দশক এ কে এম শহীদুল হক।
চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে বুধবার দুপুরে চাঁদপুর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ বিষয়টি হাইকোর্টের নির্দেশে র্যাব তদন্ত করছে। সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে পুলিশের কোনো রকম গাফলতি নেই। কিছু অগ্রগাতি আছে তা বিভিন্ন সময়ে মিডিয়াতে বলা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে এ ঘটনার মূল রহস্য উদঘাটন করা যায়।’
কবে নাগাদ এ খুনের রহস্য উদঘাটন হবে এমন প্রশ্নের জবাবে এ কে এম শহীদুল হক বলেন, ‘এটা তো বলা যাবে না।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, সহকারী পুলিশ সুপার শৈকত শাহীনসহ চাঁদপুর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।
(দ্য রিপোর্ট/এমবি/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)