গোলাম রাব্বানী হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন
দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী গোলাম রাব্বানী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তারা হলেন- আবু নাসের চৌধুরী, হুমায়ূন কবির চৌধুরী ও মো. সেলিম।
তবে খালাস পাওয়া আসামি মো. সাইফুল ইসলামের বিষয়ে পুনর্বিবেচনার আবেদনটি বিচারিক আদালতে পাঠাতে আদেশ দেওয়া হয়েছে।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের প্রেক্ষিতে শুনানি শেষে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এই মামলার অপর আসামি সোহেল প্রকাশ আব্দুল মালেককে খালাস দিয়েছে আদালত।
একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে ওই চার আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১১ এপ্রিল গুলিবিদ্ধ হন গোলাম রাব্বানী। ওই বছরের ২৪ এপ্রিল তিনি মারা যান। ওই সময়ে তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।
এরপর ২০০৫ সালের ৭ এপ্রিল চট্টগ্রামের দ্রুত বিচার আদালতে গোলাম রাব্বানী হত্যা মামলার রায় ঘোষণা হয়। এতে মো. সেলিম, মো. হাশেম ও সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অন্যদিকে আসামি আবু নাসের চৌধুরী ও হুমায়ূন কবির চৌধুরী প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আসামি সাইফুল ইসলাম, মনছুর আলমের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করে আদালত।
এ রায়ের পর যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামি হাশেম। শুনানি শেষে ২০০৮ সালে হাসেমের দণ্ডাদেশ বাতিল করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে অপর আসামিরা ২০০৫ সালে হাইকোর্টে পৃথক আপিল আবেদন করেন। অন্যদিকে আসামি আবু নাসের ও হুমায়ূন কবিরের সাজা বৃদ্ধি চেয়ে এবং আসামি সাইফুলের খালাসের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ।
(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)