দ্য রিপোর্ট ডেস্ক : আমেরিকার ‘সুইটহার্ট’ বা ‘কমেডি কুইন’ হিসেবে খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসনের অভিনয় গুরু হলেন বহুমুখী অভিনেতা ব্র্যাড পিট। টাইমস অব ইন্ডিয়ার সূত্র মতে, ব্র্যাডের মতই বহুমাত্রিক চরিত্রে অভিনয় করতে আগ্রহী এ তারকা।

নিজের এ ধরনের অভিমতে তিনি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে বিচিত্র চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ নিতে হয়। ব্র্যাড পিট তা করতে সক্ষম হয়েছেন। তিনি কখনোই এক ধরনের চরিত্রে অভিনয় করেননি এবং এ কারণেই তিনি একজন সফল অভিনেতা যা আমি সব সময় হতে চেয়েছি।’

এ ছাড়াও তিনি জানান, একজন কমেডি কুইন হিসেবে অভিনয় করা মোটেও খারাপ কিছু না। কিন্তু নিজেকে এক ধরনের অভিনেতা হিসেবে দেখতে চান না তিনি।

সম্প্রতি ৮৬তম অস্কারে মনোনয়ন অর্জনকারী ছবি ‘হার’-এ সামান্তা নামক অপারেটিং সিস্টেমে কণ্ঠ দিয়ে আলোচিত হয়েছেন তিনি।

২৯ বছর বয়সী এ অভিনেত্রী ‘রোমান্টিক কমেডি কুইন’ এর তুলনায় একজন বহুমাত্রিক অভিনেত্রীর পরিচয়ে পরিচিত হতে অধিক আগ্রহী। আর এ কারণেই তিনি ব্র্যাড পিটকে নিজের অভিনয় গুরু মনে করেন।

(দ্য রিপোর্ট/পিআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)