ময়মনসিংহে ইয়াবাসহ আটক ২
ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে ৪৬১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। বুধবার ভোরে অভিযান চালিয়ে র্যাব তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকেরা হলেন- রোকনুজ্জামান ও আসাদুল্লাহ। তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কাহেতপাড়া গ্রামে।
র্যাব-১৪ মেজর এবিএম জাহিদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা মহাবিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক করে আসামিদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এআর/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)