সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথ উপজেলার বরুনী গ্রামের আলফু মিয়ার বাড়ি থেকে একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। বুধবার ভোরে মেছো বাঘটি আটক করা হয়।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে বিকেল সাড়ে ৩টায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের কর্মকর্তারা এসে মেছো বাঘটি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারে নিয়ে যান।

জানা যায়, বরুনী গ্রামে দীর্ঘদিন ধরে এই মেছো বাঘটি উৎপাত করছিল। মেছো বাঘটি মানুষের হাঁস-মুরগি ধরে নিয়ে খেয়ে ফেলে। অতিষ্ঠ হয়ে গ্রামবাসী মঙ্গলবার রাতে বাড়িতে হাঁস-মুরগির খোয়াড়ের পাশে খাঁচা দিয়ে ফাঁদ পাতেন। বাঘটি শিকার করতে এসে ফাঁদে আটকা পড়ে।

আলফু মিয়া দ্য রিপোর্টকে বলেন, ‘বাঘটি গত কয়েকদিন ধরে বাড়ির ১০-১২টি হাঁস-মুরগি খেয়ে ফেলে।’

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ মৌলভীবাজার বিভাগের বন কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘মেছো বাঘটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)