টাঙ্গাইল সংবাদদাতা : ‘পরীক্ষার সময় বিরোধী দলের হরতাল-অবরোধ দেওয়া মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

টাঙ্গাইল জেলা পরিষদ চত্বরে বুধবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সরকার আধুনিক শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। তাই নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি।

আলোচনা শেষে শিক্ষামন্ত্রী টাঙ্গাইল জেলা পরিষদের নিজস্ব তহবিলের মাধ্যমে এ বছর এসএসসি ও এইচএসসি সমমানের এক হাজার তিন শ’ ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ প্রদান করেন।

(দ্য রিপোর্ট/এআর/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)