প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল পটুয়াখালী আ.লীগ
পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে জেলা ও বাউফল উপজেলা আওয়ামী লীগ। বাউফল দুই আসনের সাংসদ ও চিফ হুইপ আসম ফিরোজকে নিয়ে ৯ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকগুলোতে ‘ক্রেস্ট নয়, ক্যাশ চাইলেন চিফ হুইপ’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহাজাহান মিয়ার সভাপতিত্বে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ খান মোশারফ হোসেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ আসম ফিরোজকে সাংবাদিক বান্ধব আখ্যায়িত করে বলেন, ‘৭ ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনায় তিনি হাস্যরস করে ‘ক্যাশের’ যে কথা বলেছেন সেটি তার বক্তব্যের কোন অংশে ছিল না। তিনি ক্রেস্ট বা ফুলের পিছনে অর্থ খরচ না করে দলের কাজে অর্থ ব্যয়ের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ‘আসম ফিরোজ ৬ বারের নির্বাচিত এমপি। তার ৫২ বছরের রাজনীতির জীবনে কোন অসদুপায়ে অর্থ উপার্জনের নজির কেউ শোনেনি। আসম ফিরোজের সততা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল কুচক্রী তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান মো. সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মোতালেবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/বিএস/ইইউ/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)