কুড়িগ্রামে বেকার যুবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে সাত জেলায় বেকার যুবকদের কর্মসংস্থান বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদফতর হলরুমে বুধবার দুপুরে এই কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হোরায়রা।
প্রকল্প পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম, যুব অধিদফতরের উপ-পরিচালক হামিদুর রহমান, আব্রাহাম লিংকন।
এ সময় বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে যুবদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। তবেই বেকারত্বের হাত থেকে বাংলাদেশ মুক্ত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ যুব প্রশিক্ষণার্থীরা।
(দ্য রিপোর্ট/জেআই/ইইউ/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)