চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্য প্রসারে দিন দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর। বুধবার দুপুরে রহনপুর রেলবন্দর পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত হ্যারী কুমার শ্রেষ্ঠা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যে আরও গতিশীলতা আনতে ঢাকা-রহনপুর হয়ে ভারতের সিংগাবাদ রেলরুট দিয়ে নেপাল থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম খুব দ্রুতই চালু করা হবে।

এ সময় রাষ্ট্রদূত রহনপুর রেলস্টেশন থেকে রেলে চড়ে শিবরামপুর সীমান্ত পর্যন্ত পরিদর্শন করেন। বুধবার বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন নেপালের রাষ্ট্রদূত। সফরকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী শাকুনতিয়া শ্রেষ্ঠা, থার্ড সেক্রেটারি নির্মল প্রসাদ ভট্টরাই, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার পংকজ সাহাসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এআরএন/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)