মুন্সীগঞ্জে নিখোঁজ ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সংবাদদাতা : ডাকাত ও পুলিশের মধ্যে সংঘর্ষে নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় জেলার গজারিয়ায় মেঘনা নদী থেকে বুধবার দুপুরে রুবেল হোসেন (২৫) নামে এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কপালে গুলির চিহ্ন পাওয়া গেছে।
গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়। ৪ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিনি নিখোঁজ হন।
নিহতের মা হাজেরা বেগম বুধবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলের লাশ শনাক্ত করেন।
রুবেল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
গজারিয়া থানার উপ-পরিদর্শক নজরুল হুদা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ ফেব্রুয়ারি গভীর রাতে তেতৈতলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ডাকাত দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সে সময় ঘটনাস্থলেই কনস্টেবল আব্দুল মালেক নিহত হয়। ডাকাতদের লক্ষ্য করে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়লে রুবেল গুলিবিদ্ধ হয়ে মেঘনা নদীতে পড়ে যায়।
(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)