কারওরান বাজার থেকে ১১ শ’ কেজি জাটকা বাজেয়াপ্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কারওরান বাজার থেকে এক হাজার এক শ’ কেজি নিষিদ্ধ জাটকা বাজেয়াপ্ত করেছে র্যাব।
বুধবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কারওরান বাজারের ১নং ডিআইটি মার্কেটের বিভিন্ন মাছের আড়তে এই অভিযান পরিচালনা করে র্যাব-২।
এই অভিযান সম্পর্কে র্যাবের অপারেশন অফিসার এএসপি রায়হান উদ্দিন খান জানান, মৎস অধিদফতরের কর্মকর্তাদের সহায়তায় কারওরান বাজারের ১নং ডিআইটি মার্কেটের বিভিন্ন মাছের আড়তে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জন মৎস্য বিক্রেতার কাছ থেকে এক হাজার এক শ’ কেজি নিষিদ্ধ জাটকা বাজেয়াপ্ত করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
(দ্য রিপোর্ট/এনইউডি/জেএম/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)