দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বাংলাদেশকে একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সর্বস্তরে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে’।

বুধবার দুপুরে সুপ্রীম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র ওয়েবসাইট উদ্বোধনকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ সব কথা বলেন।

তিনি বলেন, সুবিচার নিশ্চিত করতে বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে, তখন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছে দেখে ভালো লাগছে। আইনের শাসন বিদ্যমান রাখার জন্য জনস্বার্থের মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র প্রেসিডেন্ট মনজিল মোরসেদ বলেন, জনগণের কথা বিবেচনা করে মানবাধিকার রক্ষার স্বার্থে আমরা নিজেদের অর্থে ১৫০টির মত রিট আবেদন দায়ের করেছি।

এডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি আব্দুর রব, হাইকোর্ট বিভাগের বিচারপতি বৃন্দ, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)